হাদি হত্যার বিচারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আগামী শনিবার (৩ জানুয়ারি) রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত হবে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি জানান, আগামী দুই দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চারটি দাবি নিয়ে আলোচনা করা হবে।
এ সময় তিনি আরও বলেন, ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার চার্জশিট দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।



