Logo
Logo
×

রাজনীতি

২২ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের হুমকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

২২ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের হুমকি

ছবি : সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ২২ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা গত ২৫ ডিসেম্বর ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম, এখন বাকি আছে ২২ দিন। এর মধ্যে যদি সরকার বিচারকাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব।

জাবের আরও বলেন, শুধু হত্যাকারীরা নয়, এই হত্যার পেছনে যারা রয়েছে তাদেরও চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও ইনসাফের আন্দোলন শুরু করেছিলেন। এজন্যই তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়।

তিনি জানান, শনিবার তারা সব বাংলাদেশপন্থি রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কাছে যাবেন সহযোগিতা চাইতে। তবে ভারতের তাঁবেদারি করা দলগুলোর কাছে যাবেন না। সহযোগিতা না মিললেও তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে আততায়ীর গুলিতে আহত হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছে ইনকিলাব মঞ্চ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন