Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ঢল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে দলে দলে সেখানে উপস্থিত হন।

এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। সে সময় কিছুক্ষণের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হলেও পরে আবার উন্মুক্ত করে দেওয়া হয়।

ধানমন্ডি থেকে আসা মোখলেছুর রহমান বলেন, আমার নেত্রীর কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহর কাছে দোয়া করেছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

গেন্ডারিয়া থেকে পরিবারসহ আসা মুজিবুল হক জানান, খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্যই তারা জিয়া উদ্যানে এসেছেন।

জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাসে করে নেতাকর্মীদের আসতে দেখা যায়। ছোট ছোট মিছিল নিয়ে তারা জিয়া উদ্যানে প্রবেশ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আসা শাফিউর রহমান সাফি বলেন, নেত্রীর বিদায়ের দিন অফিস থাকার কারণে আসতে পারিনি। আজ ছুটি থাকায় রাতেই রওনা হয়ে সকালে ঢাকায় পৌঁছাই। কবর জিয়ারত করে দোয়া করেছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন