Logo
Logo
×

রাজনীতি

হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা, মোট সম্পদ ৫০ লাখ টাকার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা, মোট সম্পদ ৫০ লাখ টাকার

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার বার্ষিক আয় দেখানো হয়েছে সাড়ে ১২ লাখ টাকার কিছু বেশি। একই সঙ্গে তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ ৫০ লাখ টাকা।

হলফনামার বিবরণ অনুযায়ী, তার ২৬ লাখ টাকার স্বর্ণ রয়েছে ব্যাংকে। এ ছাড়া আসবাবপত্রের মূল্য এক লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৬৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

গত ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলার দেবীদ্বার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।

আইনি তথ্যের অংশে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। হলফনামা অনুযায়ী, তার নামে কোনো কৃষিজমি নেই। ব্যবসা প্রতিষ্ঠানে তার মূলধন রয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

ঋণসংক্রান্ত বিবরণীতে তিনি উল্লেখ করেছেন, নিজের কিংবা পিতা-মাতা, স্ত্রী ও সন্তানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা হয়নি। পেশাগত পরিচয়ে তিনি বর্তমানে ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন। তার স্ত্রী গৃহিণী। পাশাপাশি হলফনামায় বলা হয়েছে, বর্তমানে তার পিতা-মাতা ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন