Logo
Logo
×

রাজনীতি

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ, গোপন বৈঠক নয়: জামায়াত আমিরের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ, গোপন বৈঠক নয়: জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতের কূটনৈতিকদের সঙ্গে তার বৈঠককে ‘গোপন বৈঠক’ বলে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বছরের মাঝাম্মি সময়ে অসুস্থ থাকার পর চিকিৎসা শেষে বাসায় ফিরলে দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকদের মতো ভারতের দু’জন কূটনীতিকও আমাকে দেখতে এসেছিলেন। তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।’

জামায়াত আমির বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘আমরা তাদের সঙ্গে আলাপের সময় বলেছিলাম, যত কূটনীতিক এসেছেন, সকলের বিষয়ই আমরা পাবলিসিটিতে এনেছি। আপনাদের সাক্ষাৎও আমরা প্রকাশ করতে চাই, কিন্তু তারা এটি না করার জন্য অনুরোধ করেছিলেন। আমরা বলেছিলাম, পরবর্তী বৈঠক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হলে তা অবশ্যই প্রকাশ করা হবে। এখানে কোনো গোপনীয়তা নেই।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমি বিস্মিত যে, কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ দিয়েছে। আমি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে সত্য যাচাই ছাড়া এমন খবর প্রচার না করার আহ্বান জানাই।’

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, ভারতের কূটনীতিক বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন