Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম অভিযোগ করেন, ব্যক্তিগত প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন খালেদা জিয়া। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, দেশবাসী সাক্ষী— খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু বের হয়েছেন চরম অসুস্থ হয়ে। গৃহবন্দি অবস্থায়ও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে তিনি অপরিহার্য হয়ে উঠেছিলেন। জনগণের কল্যাণে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করে তিনি বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।

বুধবার বিকেল ৩টা ৪ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা, দলের শীর্ষ নেতারা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি অতিথিরা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন