Logo
Logo
×

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বের হয়ে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। তার আগেই স্থায়ী কমিটির সদস্যরা সভায় যোগ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার পর তিনি বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত হন।

স্বাধীনতাযুদ্ধের সময় বন্দিজীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া সেনাপ্রধান ও রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা অর্জন করেন। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর অল্প বয়সে বিধবা হয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও বিএনপির নেতৃত্ব গ্রহণ করে তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রাজনীতিতে সাফল্যের স্বাক্ষর রাখেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন