Logo
Logo
×

রাজনীতি

তাসনিম জারাদের দলে পেতে চাইছেন তারেক

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

তাসনিম জারাদের দলে পেতে চাইছেন তারেক

ছবি : সংগৃহীত

সদ্য এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুই গুরুত্বপূর্ণ আলোচিত নেত্রী তাসনিম জারা ও তাজনুভা জাবীন। বেশ কয়েকজন পদত্যাগের পাইপলাইনেও রয়েছেন বলে অনেকেই মনে করছেন। এদিকে এই পদত্যাগীদের দলে পেতে চাইছেন আমজনতার দলের মো. তারেক রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান নিজের ফেসবুক পেজে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।

নিজের ওই পোস্টে তারেক রহমান লেখেন, জামায়াতের জন্য যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।

আমাদের রাজনৈতিক ইতিহাসে, যুক্তি-তর্কের বিবাদ আছে, কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি আমাদের নেই। দরকার হলে জনতার কাছে ভিক্ষা চেয়েছি দলের জন্য, কারো গলায় পাড়া দিয়ে অর্থ সংগ্রহ করিনি। নির্বাচনের জন্য সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি। এনসিপি সূত্রে জানা গেছে, তারা জামায়াত জোটের কাছে ৫০টি আসন চায়। এ নিয়ে আলোচনা চলছে। এনসিপি ঠিক কতটি আসন পাবে তা এখনো চূড়ান্ত হয়নি।

শেষ পর্যন্ত ৩০টি আসন দলটির ভাগ্যে জুটতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র।

অন্যদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও রোববার যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন পদত্যাগ করেছেন। তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাজনুভা জাবীন নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন