Logo
Logo
×

রাজনীতি

জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট, নাহিদকে ১৭০ নেতার চিঠি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট, নাহিদকে ১৭০ নেতার চিঠি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির ১৭০ জন কেন্দ্রীয় নেতা।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পাঠানো ওই চিঠিতে জোটপন্থি নেতারা গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে নিজেদের সম্মতি প্রকাশ করেন। এর আগে জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে ৩০ নেতার একটি চিঠি প্রকাশ্যে আসায় দলের অভ্যন্তরে মতবিরোধ দেখা দেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে এবার জোটপন্থি নেতারা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালেন।

নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া জরুরি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জোটের পক্ষে স্বাক্ষরকারীর সংখ্যা আরও বাড়তে পারে।

চিঠিতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উল্লেখ করেন, দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থান সমুন্নত রাখার স্বার্থে তারা এই মতামত দিয়েছেন। গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।

তারা আরও বলেন, দলীয় ও জাতীয় স্বার্থে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে, তবে সে বিষয়ে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্যসচিব কর্তৃক গৃহীত যে কোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে বলেও তারা স্পষ্ট করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন