আট বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ (রোববার) সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আগে শনিবার রাত সাড়ে ১১টায় শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। তিনি জানান, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট বিভাগীয় শহরে একযোগে অবরোধ চলবে।
পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর ঢাকাসহ আট বিভাগে দুপুর ২টা থেকে অবরোধ কার্যকর হবে।
শাহবাগে সমবেত সমর্থকদের উদ্দেশে আবদুল্লাহ আল জাবের বলেন, “আজ যারা এসেছেন, তারা যেন আগামীকালও শাহবাগে এসে দাঁড়ান এবং ইনসাফের লড়াই চালিয়ে যান।” তিনি সতর্ক করে দেন, কোনো প্ররোচনায় বা কারো প্রয়োজনে এ অবরোধ প্রত্যাহার করা যাবে না।
তার দাবি, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে তাকেও মানা হবে না। ইনসাফের লড়াইয়ে কোনো উপদেষ্টার সঙ্গে আপস করা হবে না।



