ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ সংসদীয় আসন (গুলশান–বনানী–ক্যান্টনমেন্ট) থেকে নির্বাচনে অংশ নেবেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার বেলা ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার দলের শীর্ষ নেতার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এরই মধ্যে তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।



