তারেক রহমানের জন্য শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে সরে গেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমানের আগমনের কর্মসূচি থাকায় সাময়িকভাবে অবস্থান পরিবর্তন করে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, তারেক রহমানের কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে ডান পাশে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। বার্তায় আরও বলা হয়, দুপুর ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ের শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে। একই সঙ্গে হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশের মানুষকে শহীদ হাদি চত্বরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা সাময়িকভাবে জায়গাটি ছেড়ে দিয়েছেন। কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে দুপুর ১২টার দিকে আবারও অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা।
এদিকে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা স্লোগানে স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সমর্থন জানাচ্ছেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। শহীদ হাদি হত্যার বিচার দাবিতে তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে রাতভর অবস্থান করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারেক রহমানের কবর জিয়ারত শেষে দুপুরে আবারও তারা শাহবাগে অবস্থান নেবেন বলে জানানো হয়েছে।



