জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির শ্রদ্ধা নিবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দলটির শীর্ষ নেতারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য নেতারা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন। তবে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদন করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষ থেকে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। তিনি কিছুক্ষণ পর স্মৃতিসৌধে পৌঁছাবেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রার্থী তমিজ উদ্দিনসহ দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা।



