এনসিপি থেকে পদত্যাগ করে তারেক রহমানকে সমর্থন জানালেন মীর আরশাদুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
মীর আরশাদুল হক এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ছাড়াও নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন।
তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানের পর দেশ গঠন ও সাম্প্রতিক পরিস্থিতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এনসিপি। পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সখ্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
আরশাদুল বলেন, “আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী) এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না। আজকের বিশেষ দিনে এ ঘোষণা দিচ্ছি, যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
তিনি আরও লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসে দল ও নেতারা প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন। ফলে এনসিপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক আর নেই। তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে এবং তাদের প্রতি শুভকামনা রইল।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে তারেক রহমান যে স্পষ্ট ভিশন উপস্থাপন করছেন, তা তাকে আকৃষ্ট করেছে।
তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, পপুলিজমে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থ ও ভবিষ্যৎ বিবেচনায় তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সহযোগিতা ও সমর্থন জানাতে। তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দেন।



