নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জয়ী হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় তারেক রহমানকে বহনকারী গাড়িবহর পৌঁছালে এ বক্তব্য দেন তিনি। এ সময় সংবর্ধনা মঞ্চে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান মঞ্চে পৌঁছালে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্লোগানে মুখর হয়ে ওঠে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা। উচ্ছ্বাসে ভরে ওঠা পরিবেশে মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত জনতার ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন তিনি।
মির্জা ফখরুল অতীত আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তার নেতৃত্বে আমরা কঠিন পথ অতিক্রম করেছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালের নির্বাচনে তারই নেতৃত্বে আমরা আবারও বিজয় অর্জন করব।”



