বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার (২০ ডিটসেম্বর) সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুবাইদা রহমান লন্ডনে ফিরে গেছেন এবং আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান ও তাঁদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন জুবাইদা রহমান। এ সময় তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।



