দেশের পরিস্থিতি নিয়ে বার্তা দিলেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে যুক্তরাজ্য সফররত অবস্থায় নিজের ফেসবুক পেজে তিনি এ বার্তা প্রকাশ করেন।
বার্তায় তিনি শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, হাদি একটি আধিপত্যমুক্ত ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং শাহাদাত পর্যন্ত সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তার রক্ত বিফলে যাবে না, বরং তার স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে।
তিনি হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে আন্দোলনকে নিয়মতান্ত্রিক পথে পরিচালনার আহ্বান জানিয়ে ষড়যন্ত্রকারীদের স্যাবোটাজ ঠেকাতে সতর্ক থাকার আহ্বান করেন।
ডা. শফিকুর রহমান সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রথম আলো, ডেইলি স্টার ও প্রবীণ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা ও অপপ্রচার নিন্দনীয়। স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার পূর্বশর্ত, তাই গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া হাইকমিশন কার্যালয় ও কালচারাল সেন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, বিচার নিজ হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়। এ ধরনের ঘটনা পরিকল্পিত স্যাবোটাজ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় ও জবাবদিহিমূলক করে নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার সময় এসেছে।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। শহীদ হাদির রক্ত আমাদের ঐক্যবদ্ধ করুক—এই আহ্বান জানিয়ে তিনি দেশবাসীর প্রতি ঐক্য ও সতর্কতার বার্তা দেন।



