ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এর আগে তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সেই ট্রাভেল পাস পেয়েছেন তিনি। বিষয়টি তার মেয়ে জাইমা জারনাজ রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”
এদিকে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়া প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন এবং আজ একটি ছোট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে আইসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
চিকিৎসক জাহিদ হোসেন বলেন, “আগের অবস্থার তুলনায় আজকে তিনি আরও স্থিতিশীল। আলহামদুলিল্লাহ, আজকের প্রসিডিউরও অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।”



