Logo
Logo
×

রাজনীতি

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে আসছেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে আসছেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

২৫শে ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়াপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন।

আব্দুস সাত্তার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন।

প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 'সবকিছু ঠিক থাকলে' আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান।

এক সপ্তাহ পরে, ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।

১৭ বছরেরও বেশি সময় পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন