Logo
Logo
×

রাজনীতি

জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন’, যা বললেন ফখরুল-কন্যা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন’, যা বললেন ফখরুল-কন্যা

ছবি : সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জান্নাতের প্রলোভন দেখানোর অভিযোগ অনেক দিন ধরেই উঠছে জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে। দলটির একাধিক নেতা প্রায় একই লাইনে বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শোনা গেছে একটি সমাবেশে জামায়াতপন্থি আইনজীবি ব্যারিস্টার শাহরিয়ার কবির আবারও জান্নাতের প্রলোভন দেখিয়েছেন সাধারণ ভোটারদের। যদিও তিনি দাবি করেছেন, ভিডিওটি সঠিক নয়।

জামায়াত নেতাদের এসব বক্তব্য নিয়ে বিএনপি নেতারা সোচ্চার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জাও এবার এর প্রতিবাদ করেছেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। সেখানে কড়া প্রতিবাদ করেছেন বিষয়টির।

জামায়াত নেতাদের বিরুদ্ধে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে অনেক দিন ধরেই। যদিও মাসখানেক আগে সে অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি একটি সমাবেশে বলেছিলেন, ‘জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করে না। তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে কুরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে।’

এর আগে জামায়াত নেতা শাহরিয়ার জামায়াতের মার্কার সঙ্গে ধর্মীয় বিষয় জড়িয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন। বলেছিলেন, ‘পৃথিবী কেন- আসমান জমিনে কারও শক্তি নেই আমাদের এই মিজান (দাঁড়িপাল্লা) আটকে রাখে। হাশরের ময়দানে এই মিজান থাকবে। ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গল থাকবে না। তিনি বলেন, আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। ক্ষমতার মালিক মালিকুল মুলক (আল্লাহর একটি গুণবাচক নাম) যদি মনে করেন ক্ষমতা যাবে জামায়াতে ইসলামীর হাতে- তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে জামায়াত।’

এর আগে জামায়াত নেতা কুতুবদিয়া ছমিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু মুসা, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ প্রমুখের বক্তব্যেও জান্নাতের টিকিট প্রসঙ্গ উঠে এসেছিল।

এসব দেখে মির্জা ফখরুলের কন্যা শামারুহ মির্জা মন্তব্য করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামের এই নেতার এই কথা যদি ইসলাম বিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নাই। জান্নাতে যেতে হলে জামাতে ইসলামীর সঙ্গে থাকতে হবে। আল্লাহ মাফ করুক।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন