Logo
Logo
×

রাজনীতি

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করা শক্তিগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার শত্রুরা আজও ষড়যন্ত্রে লিপ্ত। তবে মুক্তিকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। এজন্যই এই দিনটি বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের স্থায়ী কমিটির সদস্যরা এদিন প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিতে উপস্থিত হয়েছেন।

বিএনপি মহাসচিব জানান, আজকের এই দিনে তারা শপথ নিয়েছেন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের প্রহরী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন তিনি।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার আগমন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যান্য নেতারাও অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন