Logo
Logo
×

রাজনীতি

বৈষম্যমূলক নীতির কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল: জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম

বৈষম্যমূলক নীতির কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতির কারণেই এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল এবং মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনের পর দেশের সব মানুষ স্বাধীনতার জন্য একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। তবে স্বাধীনতার পর শাসকগোষ্ঠী জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি অভিযোগ করেন, একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি হিসেবে দেখেছিল এবং দেশের বাকি মানুষকে দাসে পরিণত করেছিল। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় এবং রক্ষী বাহিনীর নামে দমনমূলক বাহিনী গড়ে তোলা হয়।

ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, বিদেশ থেকে আসা ত্রাণ আগেই বিক্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। তিনি বলেন, সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল।

আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দলটি তিন দফায় ক্ষমতায় এসে রক্তপাত ও সহিংসতার রাজনীতি চালিয়েছে। ১৯৯৬ সালে ক্ষমা চাওয়ার পর জনগণ তাদের ক্ষমতায় বসালেও, ক্ষমতায় গিয়ে তারা আগের চরিত্রে ফিরে যায়।

২০০৯ সালের পর বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, খুন, ধর্ষণ ও দমন-পীড়নের রাজনীতির কারণেই অনেককে দেশ ছাড়তে হয়েছে। সাম্প্রতিক হামলার ঘটনাগুলোও একই ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন