Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের আগেই হত্যাকাণ্ডে মেতে উঠেছে দেশের শত্রুরা: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম

নির্বাচনের আগেই হত্যাকাণ্ডে মেতে উঠেছে দেশের শত্রুরা: মির্জা ফখরুল

নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, ঠিক সেই সময় নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে দেশের শত্রুরা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে এবং এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা আশঙ্কা করছি, এই রকম আরও ঘটনা ঘটতে পারে। তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই এ ধরনের সহিংসতা চালানো হচ্ছে।

বিএনপির মহাসচিব জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি আরও বলেন, আমরা শপথ গ্রহণ করেছি, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ বহু বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এতে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছে।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত অপরাধ আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার লক্ষ্যেই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এই দিনে বারবার জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে এবং স্বাধীনতার চেতনাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন