Logo
Logo
×

রাজনীতি

ওসমান হাদির ওপর হামলায় তারেক রহমানের তীব্র নিন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

ওসমান হাদির ওপর হামলায় তারেক রহমানের তীব্র নিন্দা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় বক্তব্যের শুরুতেই তিনি এ নিন্দা জানান। তারেক রহমান বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; আমি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।”

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, ছাত্রদলসহ সবাই যেন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।

এদিকে হামলার সময় শরিফ ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি গণমাধ্যমকে জানান, “জুমার নামাজ শেষে আমরা রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে আসা দুজন হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মাথায় গুলি রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শুক্রবার বিকেলে হাদিকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাকে তোপের মুখে ফেলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে তাকে হাসপাতালে প্রবেশ করান।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং অবস্থা অত্যন্ত সংকটজনক।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা খবর পেয়েছি তিনি বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করতে টিম পাঠানো হয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন