ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাদির মাথায় গুলির আঘাত রয়েছে, পাশাপাশি বুকে ও পায়ে আঘাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে হতে পারে। ঢামেকে তার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরিবারের সম্মতিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে সিএমএইচে নেওয়ার কথা থাকলেও পরে পরিবার সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে স্থানান্তরের অনুরোধ জানায়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা প্রস্তুত রয়েছে।
এদিকে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় বক্তব্যের শুরুতেই তিনি এ নিন্দা জানান।
তারেক রহমান বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; আমি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, ছাত্রদলসহ সবাই যেন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।



