Logo
Logo
×

রাজনীতি

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। এ ঘটনায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এ ধরনের সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক।

তিনি আহত হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত, আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে। তিনি রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক ও নাগরিকদের শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।

এর আগে গত ১৩ নভেম্বর হাদি অভিযোগ করেছিলেন, বিদেশি নম্বর থেকে কল ও টেক্সটের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছিলেন, তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে এবং তার পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন