Logo
Logo
×

রাজনীতি

ওসমান হাদি গুলিবিদ্ধ ঘটনায় বিএনপির নিন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

ওসমান হাদি গুলিবিদ্ধ ঘটনায় বিএনপির নিন্দা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই হামলা সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নির্বাচনি পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তারের নীলনকশা বাস্তবায়ন করছে একটি চক্র। তারা পরিকল্পিতভাবে সমাজে ভয় ও আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়কে বাধাগ্রস্ত করতেই দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। গণতন্ত্রের পথচলা রুদ্ধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তাই এসব নাশকতাকারী সন্ত্রাসীদের কঠোরভাবে দমন ছাড়া বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বিএনপি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শরিফ ওসমান হাদির আশু সুস্থতা কামনা করেছে।

এর আগে শুক্রবার দুপুরে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন