Logo
Logo
×

রাজনীতি

ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই রাজনীতির আলোচনায় নতুন তরঙ্গ তুললেন অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানালেন, ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

তফসিল ঘোষণার আগের দিন পদত্যাগ করা আসিফ ও মাহফুজ আলম নিয়ে রাজনীতির অঙ্গনে জমেছিল নানা জল্পনা। কেউ বলছিলেন এনসিপিতে যাচ্ছেন, কেউ ভাবছিলেন গণঅধিকার পরিষদের ব্যানারে পুনর্গঠিত জোটে যুক্ত হবেন। সব গুঞ্জন দূরে ঠেলে আসিফ জানিয়ে দিলেন, তিনি কোনো বড় রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না; লড়বেন স্বতন্ত্র পরিচয়ে, নিজের শক্তি আর মানুষের আস্থাকে সম্বল করে।

ফেসবুক পোস্টে সংযুক্ত ভিডিওতে আসিফ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ নির্মাণ সহজ নয়, তবে নাগরিককল্যাণকেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন রাজনৈতিক ও ভূরাজনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরির প্রয়োজনীয়তা এখন জরুরি। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে নতুন পথচলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই লড়াই কঠিন হলেও মুক্তিযুদ্ধের বীর মতিউর রহমান ও তারামন বিবি থেকে শুরু করে নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ তার প্রেরণা। সেই শক্তিতেই তিনি এগিয়ে যেতে চান পুনর্গঠনের পথে।

আসিফ জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন তিনি। বড় দলের সমর্থন, বিশাল সংগঠন, কিংবা অর্থনৈতিক সুবিধা— কিছুই তার হাতে নেই। জনগণের সমর্থনই তার প্রধান ভরসা, আর দায়বদ্ধতাও থাকবে শুধু তাদের প্রতিই।

তিনি এটিও বলেন, তিনি শুধু একজন সংসদ সদস্য প্রার্থী নন, গণভোটেরও প্রার্থী। দেশের পুনর্গঠনের এই সুযোগ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে আরেক সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কি না বা করলে কোন দল থেকে করবেন— সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন