Logo
Logo
×

রাজনীতি

জটিলতা বাড়ায় খালেদা জিয়া ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে: মেডিকেল বোর্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

জটিলতা বাড়ায় খালেদা জিয়া ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নতুন করে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। বৃহস্পতিবার দুপুরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে এবং কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বেড়ে গেছে। এ কারণে তাকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং বিআইপিএপি মেশিনে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ একাধিক ক্রনিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

হাসপাতালের বিবৃতিতে জানানো হয়, গত ২৭ নভেম্বর তার অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যার নিবিড় চিকিৎসা এখনো চলছে। শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ থাকায় তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাশাপাশি কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালাইসিস শুরু করা হয়েছে এবং এটি নিয়মিতভাবে দিতে হচ্ছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি জটিলতার কারণে তাকে রক্ত ও রক্তঘটিত উপাদান ট্রান্সফিউশন দিতে হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, জ্বর দীর্ঘদিন স্থায়ী হওয়া এবং নিয়মিত ইকোকার্ডিওগ্রাফিতে অরটিক ভাল্‌ভে সমস্যা ধরা পড়ায় টিইই (ট্রান্স অয়েসোফেজিয়াল ইকো) পরীক্ষা করা হয়। এতে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস শনাক্ত হয় এবং চিকিৎসকদের আন্তর্জাতিক দল সেই অনুযায়ী চিকিৎসা শুরু করেছে।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডের নেতৃত্বে আছেন প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার। ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আছেন প্রফেসর এফ এম সিদ্দিকী ও প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল এবং মেডিকেল বোর্ড। একইসঙ্গে রোগীর ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন