একটি দল বলছে এই মার্কাতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে: সালাউদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি দল ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, “তারা বলছে এই মার্কায় ভোট দিলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। অথচ ইহকালে কীভাবে চলবে তার কোনো বক্তব্য নেই। কোনো নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই—শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে। জনগণ ইতোমধ্যেই তাদের মুখোশ উন্মোচন করেছে।”
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণে সুষ্ঠু পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিতে। সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা জনগণকে জানাতে হবে। রাষ্ট্র পরিচালনায় আগে থেকে পরিকল্পনা না করলে তা ব্যর্থতারই পরিকল্পনা।”
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “জামায়াত ধর্মের নামে ব্যবসা করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে।”
সাত দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত সংগ্রহ করবে বিএনপি। সেই মতামতের ভিত্তিতেই দলটির নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হবে। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল কর্মসূচির উদ্বোধন হয়েছে, যা আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে।



