এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হলেও অনিশ্চিত খালেদা জিয়ার বিদেশযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের দায়িত্বশীল একাধিক সূত্র এই অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বেবিচকের এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়াকে নেওয়ার পর একই দিন রাত ৯টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকা ছাড়ার কথা রয়েছে। তবে তিনি সংযোজন করেন, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক এফএআই অ্যাভিয়েশন গ্রুপের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। ঢাকা থেকে লন্ডনের দীর্ঘ রুটে রোগী পরিবহনের জন্য উপযোগী এই বিমানটি জরুরি চিকিৎসায় প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়েই আসছে।
এদিকে এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়াকে লন্ডনে নিতে প্রস্তুতি নেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করার পরিকল্পনা থাকলেও সেই যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
গতকাল রাতে নির্ভরযোগ্য একাধিক সূত্র জানান, তাঁর সিটি স্ক্যানের রিপোর্ট ‘স্বাভাবিক’ এসেছে। তবে মেডিকেল বোর্ড আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানায়নি।
২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া লিভার, কিডনি, ফুসফুস ও হৃদ্যন্ত্রের গুরুতর জটিলতায় ভুগছেন। টানা ১২ দিন ধরে সিসিইউতে তাঁর চিকিৎসা চলছে। লন্ডন থেকে তাঁর চিকিৎসায় সহযোগিতা করতে গত শুক্রবার যোগ দিয়েছেন পুত্রবধূ জুবাইদা রহমান।



