Logo
Logo
×

রাজনীতি

একটা গোষ্ঠী ধর্মের নামে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

একটা গোষ্ঠী ধর্মের নামে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ধর্মের নামে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী ও মহল ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করতে চাইছে।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ ধর্মভীরু। আমরা ধর্মকে মেনে চলি, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র ও সমাজকে বিভাজন করা আমাদের বিশ্বাস নয়। আমরা মনে করি, সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ।”

তিনি আরও বলেন, সব ধরনের অপপ্রয়াসকে পরাজিত করে বিএনপিকেই দেশকে এগিয়ে নিতে হবে।

ছাত্রদলকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি তোমরা গ্রামে পৌঁছে দিতে পারোনি। আমি যখন গ্রামে যাই, সেটা দেখি না। শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের উপস্থিতি ও প্রচারণার ঘাটতি রয়েছে। এর কারণেই বিগত নির্বাচনে আমরা ভালো করতে পারিনি। তাই এই জায়গায় তোমাদের আরও সক্রিয় হতে হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন