মেডিকেল বোর্ড অনুমতি দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে কাতার ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগাযোগ অব্যাহত রয়েছে।
দলীয় উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে ‘অনুমতি’ দিলেই কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে।
তিনি জানান, পুরো ব্যবস্থাপনার দায়িত্ব কাতারের কর্তৃপক্ষই নিয়েছে। তাদের প্রস্তুতি শেষ, এখন শুধু মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। সিদ্ধান্ত পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স ঢাকায় এসে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।
জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, উদ্যোগটি বিএনপি নয়, কাতারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন বিমান আনার ব্যবস্থাও তারাই করছেন।
এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হলেও উড়োজাহাজে ভ্রমণের মতো পর্যাপ্ত সক্ষমতা ফিরে পাননি বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত দুই দিনে তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট চিকিৎসক দল পর্যবেক্ষণ করছেন। প্রতিদিনই ক্রিটিকাল কেয়ার ইউনিটে বোর্ড বৈঠক করে সর্বশেষ অবস্থা মূল্যায়ন হচ্ছে।
২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। বোর্ডের সদস্য হিসেবে আছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও। শুক্রবার তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন, যাতে প্রয়োজন হলে খালেদা জিয়াকে দ্রুত লন্ডনে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায়।



