এক দিন পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম
কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি। তাকে বহনের জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে আসছে না। ফলে তার বিদেশগমন প্রক্রিয়া এক দিন পিছিয়ে গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৭ তারিখে যাত্রা হতে পারে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা যায়। তবে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব জানিয়ে দেন যে পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
এদিকে লন্ডনে চিকিৎসার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং কিছু প্রাথমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিবেচনায় কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিমানে সম্ভাব্য যেকোনো জটিলতা মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিএনপি বারবার সরকারের কাছে অনুমতি চাইলেও, আওয়ামী লীগ সরকার তা মঞ্জুর করেনি।



