Logo
Logo
×

রাজনীতি

বেগম খালেদ জিয়াকে কারাগারে স্লু পয়েজিং করে হত্যার চেষ্টা করা হয়েছে

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

বেগম খালেদ জিয়াকে কারাগারে স্লু পয়েজিং করে হত্যার চেষ্টা করা হয়েছে

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি নরসিংদী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদ জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলো। তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। যেখানে মানুষ থাকার কোন পরিবেশ ছিলো না, পোকার আশ্রয়স্থল ছিলো। সেখানে রেখে তাকে স্লু পয়েজিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে ছয়টি বছর বিনা কারণে বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমীতে জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামীলীগ বলেছিল পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকান্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামীলীগের কোন নেতার বাড়িঘরে হামলা-ভাংচুরও করা হয়নি। দলের ভিতরে কিছু কিছু হাইব্রীড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। দল থেকে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই দলে চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোন ঠাই নেই। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় খায়রুল কবির খোকন আরো বলেন, বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। কিছু ইসলামিক দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করে। ওমুক-তমুক প্রতিকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন সুন্নাহ থাকবে না। যারা কোরআন হাসিদের সাথে আছে বিএনপিও তাদের সাথে আছে। বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীদেরকে হত্যা-গুম করা হয়েছে। গুম হওয়া স্বজনদের আহাজারী কেবল গুম হওয়া পরিবাররাই বলতে পারবে। পরিবারের লোকজন জানেনা তাদের লাশ কোথায়, কোথায় গিয়ে দোয়া করবে। ইমাম আলেমদেরকে গ্রেপ্তার করে ওযুর পানি পর্যন্ত দেয়া হয়নি। জালিম সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাপলা চত্বরে নৃসংশ গণহত্যা চালিয়েছিল আওয়ামীলীগ।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দল, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা,জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেনসহ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন