এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ এএম
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থার কারণে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দেখা যায়, হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।
পুলিশ সদস্যরা জানান, সোমবার রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ব্যারিকেড বসানো হয়। এরপর থেকে আশপাশে জনসমাগম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী ও তাদের পরিবারের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে গভীর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল কোনো মন্তব্য করেননি।



