গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিতে যোগ দিয়েছেন।
রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তার আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলটির শীর্ষপর্যায় তাকে ঘিরে নীরব উত্তাপের মতো প্রত্যাশা জড়ো করেছিলেন—অর্থনীতি থেকে রাজনীতিতে বারবার পথ বদলানো রেজা এবার দীর্ঘ বিরতির পর আবার সেই পুরোনো শিবিরে ফিরলেন, যেখান থেকে তাঁর নির্বাচনী অধ্যায়ের সূচনা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ–১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে অভ্যন্তরীণ বিরোধে গণফোরাম বিভক্ত হলে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। সেখানেও দল ভাঙনের পুনরাবৃত্তি ঘটে।
নতুন এই যোগদান রেজা কিবরিয়ার রাজনৈতিক যাত্রায় আরেকটি মোড়—যেন বহুবার বদলানো মানচিত্রে আবার পুরোনো শহরটির দিকে ফিরে আসা।



