খালেদা জিয়ার অবস্থা তিন দিন ধরে স্থিতিশীল : ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম
গত তিন দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতালে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডা. জাহিদ জানান, বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার জন্য সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান; তারেক রহমানও নিয়মিত খোঁজ নিচ্ছেন।
তিনি বলেন, চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করছেন এবং সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। সুস্থতার চূড়ান্ত নির্ভরতা ঈশ্বরের ওপর—উনার জন্য সবার দোয়া চাইলেন তিনি।
এ সময় ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। এমন কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।



