রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের ‘এ’ ব্লকের ৪র্থ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১৪ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ৬ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সাতটি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৩২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।



