Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন এবং পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ফুসফুসে ইনফেকশনের কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। ঢাকায় তার পাশে রয়েছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এদিকে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশজুড়ে দোয়া মাহফিল করছেন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, “বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক।”
এ ছাড়া সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স পার্টি অফিসে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মহিলা দলও বুধবার সকাল ১১টায় ভাসানী ভবনে দোয়া মাহফিল আয়োজন করবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, সারা দেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দলের চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।
Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন