Logo
Logo
×

রাজনীতি

মনোনয়ন নিয়ে কোন্দলে বিএনপি-দুর্বল প্রার্থী বদলের চিন্তা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

মনোনয়ন নিয়ে কোন্দলে বিএনপি-দুর্বল প্রার্থী বদলের চিন্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘিরে দলে ব্যাপক ক্ষোভ, বিক্ষোভ ও ভাঙন শুরু হয়েছে। অর্ধশতাধিক আসনে অসন্তোষ চরমে উঠেছে—বিক্ষোভ, মানববন্ধন, মশাল মিছিল থেকে শুরু করে অভ্যন্তরীণ বিভাজনও স্পষ্ট হয়ে উঠছে। এতে বিএনপির ১৫ বছরে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী ঐক্যও হুমকির মুখে পড়েছে। মনোনয়নবঞ্চিতদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দেওয়ায় হাইকমান্ডের উদ্বেগ আরও বেড়েছে।

বিশ্বস্ত সূত্র জানায়, সংকট মোকাবিলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের পৃথকভাবে দায়িত্ব দিয়েছেন। লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি মনোনয়নবঞ্চিতদের সঙ্গে কথা বলছেন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ডেকে একে একে বিরোধপূর্ণ আসনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে দলীয় সিদ্ধান্ত মানা, সহিংস কর্মসূচি বন্ধ এবং লিখিতভাবে অভিযোগ বা পুনর্বিবেচনার আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে—২০–২৫টি আসনে সমস্যা দেখা দিলেও ১০ থেকে ১৫টি আসনে পরিস্থিতি গুরুতর। এসব আসনের জন্য প্রার্থী পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কিছু আসনে নতুন তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

এছাড়া যেখানে প্রার্থী ঘোষণা করা হয়নি, তফসিলের পর জোট ও সমমনাদের সঙ্গে সমঝোতায় আসন চূড়ান্ত করা হবে। ফলে চূড়ান্ত তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে যদি কেউ স্বতন্ত্র হন, তবে তাদের বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে। শরিকদের আসনেও একই নিয়ম প্রযোজ্য হবে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বিএনপি।

ঢাকা, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, টাঙ্গাইল, নেত্রকোনা, চট্টগ্রাম, ফেনী, গাইবান্ধা, দিনাজপুর, সাতক্ষীরা, নাটোর, নওগাঁ, পাবনা, মৌলভীবাজারসহ ৫০টিরও বেশি আসনে মানববন্ধন, বিক্ষোভ, মশাল মিছিল হয়েছে।

নাটোর–১ আসনে প্রার্থী হয়েছেন ফারজানা শারমিন (পুতুল)। কিন্তু কেন্দ্রীয় সহ–দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও তাঁর ভাই ইয়াছির আরশাদ রাজন মাঠে ক্ষোভ প্রকাশ করছেন। টিপু জানিয়েছেন—অবরোধ বা মশাল মিছিল না করতে নির্দেশ দেওয়া হয়েছে; বরং লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।

বিএনপির একাংশ মনে করে— নব্য ও ‘হাইব্রিড’ নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে, অতীতে সরকারি সুবিধাভোগী বা প্রবাসে থাকা নেতারাও তালিকায়, অথচ ত্যাগী ও জনপ্রিয় নেতারা বাদ পড়েছেন।

ফলে অনেকেই স্বতন্ত্র হওয়ার কথা ভাবছেন—যা ভোটে ক্ষতি ডেকে আনতে পারে।

দলীয় সূত্র জানায়, আসনভিত্তিক কোন্দলের মূল কারণ চিহ্নিত করতে একটি টিম কাজ করছে। তাদের রিপোর্টের ভিত্তিতে প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।

হাইকমান্ডের আশা—আলোচনা, সমঝোতা ও কৌশলগত পুনর্বিবেচনার মাধ্যমে সংকট দ্রুতই কাটবে।

বিএনপির সিনিয়র নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাষায়, এটা চূড়ান্ত নয়, সম্ভাব্য তালিকা। প্রয়োজন হলে পরিবর্তন হবেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন