Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলটি দোয়া–মিলাদ ও অসহায়দের মাঝে অর্থদান ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করেনি।

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। পরিবারে তিনি ‘পিনো’ নামে পরিচিত।

তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে, ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন। এরও আগে তিনি বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি মায়ের পাশাপাশি দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০২ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান।

২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে এবং ২০১৬ সালের ষষ্ঠ সম্মেলনে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন