Logo
Logo
×

রাজনীতি

‘কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণা করতে হবে’

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

‘কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণা করতে হবে’

ছবি : সংগৃহীত

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণা করে তাদের সব ধরনের কার্যক্রম বাংলাদেশে বন্ধের দাবি জানিয়েছে আলেম-ওলামারা।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশ থেকে অংশ নেয়া আলেম-ওলামারা এ দাবি জানান।

এতে সংহতি প্রকাশ করে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। এ সময় আলেম ওলামারা বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। না হলে ঢাকা লকডাউন ও লংমার্চ কর্মসূচির মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, মহানবী (সা.) সর্বশেষ নবী। জনগন দায়িত্ব দিলে আলেম-ওলামাদের সব দাবি সংসদে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, তার দল ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হবে।

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন