Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদের বাইরে সিদ্ধান্তে দায় নেবে না বিএনপি: আমীর খসরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

জুলাই সনদের বাইরে সিদ্ধান্তে দায় নেবে না বিএনপি: আমীর খসরু

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব নেবে না বিএনপি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লেটের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের মানুষসহ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নির্বাচন দেখতে চায়। যারা সরকার ও জনগণকে জিম্মি করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কোনো দলের কর্মসূচির কারণে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হবে না, নির্বাচনও পেছাবে না।

তিনি আরও জানান, ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সৃজনশীল খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।

সহিংসতা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ বা অন্যান্য অস্থিরতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই এ ধরনের পরিস্থিতি তৈরি করছে। এতে নির্বাচন কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার অপেক্ষায় আছে।

তিনি আরও বলেন, যারা অপচেষ্টা করছে তারা নির্বাচন চায় না। কোনো দলের অধিকার নেই সরকার বা জনগণকে জিম্মি করে ভোটাধিকার কেড়ে নেওয়ার। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের, তা আবারও প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। বিভ্রান্তিমূলক বক্তব্য ও নানা কর্মসূচি গণতন্ত্রের পথে বাধা তৈরি করলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন