Logo
Logo
×

রাজনীতি

যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয়: হাসনাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয়: হাসনাত

সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া দল বা গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের জোট বা নির্বাচনী অ্যালায়েন্স হবে না বলে তিনি স্পষ্ট করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বি বি রোডে সমবায় কমপ্লেক্স ভবনের ৯ম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “সংস্কার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছে তারা চাইলে আমাদের সঙ্গে জোট করতে পারে। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে গেছে— তাদের সঙ্গে কোনো জোট সম্ভব নয়।”

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ এখনও অপ্রাসঙ্গিক দল। তারা কখনও গণমানুষের দল ছিল না। অতীতে আগুন সন্ত্রাস করেছে, এখনো নির্বাচন বানচাল করতে একই কাজ করছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠান সুসংহত না হলে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয়। এনসিপি সংস্কার, অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়ণের জন্য কাজ করছে। প্রশাসনকে ব্যবহার করে রাতের ভোটের মাধ্যমে ফ্যাসিবাদ যাতে আবার ক্ষমতায় না আসে সে বিষয়ে আমরা সতর্ক।”

এ সময় তিনি জানান, চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুসহ জেলা ও মহানগরের নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন