ঢাকা-১৬ আসনে এবি পার্টির প্রার্থী সেলিম খান
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
ছবি : সংগৃহীত
আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আমার বাংলাদেশ (এবি) পাটি থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সেলিম খান।
রাজধানীর ফারইস্ট টাওয়ার মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই মনোনয়ন ঘোষণা করেন।
তিনি ১৬ আসনের ২ নং ওয়ার্ডের ভোটার হিসেবে মিরপুর বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে দেশবাসীকে ঈগল প্রতিকে ভোট প্রদানের অনুরোধ জানান তিনি।



