২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন আদায় করব: জামায়াত আমির
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন আদায় করে ছাড়ব। দেরি হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তৃতীয়বারের মতো দলটির আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে স্থানীয় নেতা-কর্মীদের উষ্ণ অভ্যর্থনা পান তিনি।
নির্বাচনকে ঘিরে জামায়াতের কোনো জোট গঠনের পরিকল্পনা নেই জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা ইসলামি ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনী সমঝোতা করব। দ্রুতই জামায়াত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে, যা যথাসময়ে জানানো হবে।
গণভোট নিয়ে আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, গণতন্ত্রের ফর্মুলা হলো একাধিক মতের উপস্থিতি। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি আদায় করব। এই পদ্ধতির নির্বাচনই আমাদের প্রধান দাবি। আশা করি, জনগণও এতে সমর্থন জানাবে।



