Logo
Logo
×

রাজনীতি

বিএনপি বলে আমরা জামায়াত, জামায়াত বলে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম

বিএনপি বলে আমরা জামায়াত, জামায়াত বলে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “বিএনপি বলে আমরা জামায়াত, আবার জামায়াত বলে আমরা বিএনপি; এর মানে আমরা সঠিক পথে আছি। এক সময় ডানপন্থীরা আমাদের বামপন্থী বলত, আবার বামপন্থীরা বলত আমরা ডানপন্থী। এর মানে আমরা মধ্যপন্থায় অবস্থান করছি। আমরা বিএনপি নই, জামায়াতও নই।”

শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকে নিতে হয়, তাহলে সেটা ছোট হাসিনার কাছ থেকে নেওয়ার মতো। আসলে তারা বড়টির কাছ থেকে নিতে চায়, কিন্তু প্রকাশ করতে পারে না। একজন মুক্তিযোদ্ধাকেও যদি চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে বলা হয়, তা কেউ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে আসিনি। জোটে কাকে অন্তর্ভুক্ত করা হবে, তা আমরা ঠিক করব। যারা সংস্কার, প্রতিষ্ঠানগত তথ্যপ্রদর্শন এবং সংবিধান সংশোধনের পক্ষে থাকবে, তারাই আমাদের সঙ্গে থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের সংস্কারের পক্ষে যারা, তাদের সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “অনেকে জুলাই সনদে সই করছেন। আগে আমরা বলেছিলাম, প্রমাণ দেখাতে হবে তারপর আমরা সিদ্ধান্ত নেব। তখন আমাদের বিরোধিতা করা হয়েছিল, এখন সেই পথেই তারা আসছে। জরিনার কথা বলে সকিনার স্বাক্ষর দেওয়া এইভাবে হবে না।”

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত। সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম মুসা। এছাড়া জেলার বিভিন্ন নেতাও উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন