Logo
Logo
×

রাজনীতি

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে, কিন্তু তারা সফল হবে না। কারণ একাত্তরই আমাদের জন্মভূমি।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, কিন্তু জাতি তা ভুলে যায়নি। অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।”

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে জানান ফখরুল। তিনি বলেন, “পিআর পদ্ধতি হবে কি না, তা নির্ধারণ করবে আগামী সংসদ। পিআর না হলে নির্বাচন হবে না—এমন বিভ্রান্তিকর কথা ছড়ানো হচ্ছে। বিএনপি সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।”

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “ভারত সরকারকে উচিত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।”

একই দিনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো—যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়।” তিনি অভিযোগ করেন, “দেশ এখন বহুরূপীদের খপ্পরে। বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।”

আলাল বলেন, “জামায়াত একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, ‘গলাকাটা পার্টি’র অংশ ছিল। ৫ আগস্টের পর শিবির ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে। এখন তারা বলছে, তারা প্রকাশ্যেই ছিল।”

তিনি আরও বলেন, “জামায়াত এখন রূপ বদলাচ্ছে, হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানাই।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন