Logo
Logo
×

রাজনীতি

কুলিয়ারচরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম

কুলিয়ারচরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ছবি-যুগের চিন্তা

শান্তি ও স্থিতিশীলতার আহবানে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

জনসভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়। জনসভা ও র‍্যালিতে মূল সংগঠন জাকের পার্টির পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতাকর্মীরা অংশ নেন।

সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও বিশেষ অতিথি হিসেবে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. সায়েম আমীর ফয়সল ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভায় ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে নিহিত সাম্য, সহনশীলতা, প্রগতিশীলতা, নাগরিক অধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের তাৎপর্য তুলে ধরেন।

জাকের পার্টির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে এমপি পদপ্রার্থী আব্দুল হাকিমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জাকের পার্টির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: শাহরিয়া কামাল, কিশোরগঞ্জ জেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক মো. মেনু ভূইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ওলী আউলিয়াগণের মাধ্যমেই এই মাটিতে ইসলাম এসেছে। ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি। জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভুক্তিমূলক ইসলামে-যেখানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান। প্রতিহিংসার রাজনীতির চির অবসান ঘটাতে হবে।

বক্তারা আরও বলেন, বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনার সময় এসেছে। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন একটিবার জাকের পার্টিকে সুযোগ দিয়ে দেখুন। সৎ মানুষকে ভোটদিন। গোলাপ ফুল প্রতীকে ভোট দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন